করোনা মহামারী ও সাম্প্রতিক পৃথিবী
করোনা মহামারিতে সমগ্র পৃথিবীব্যাপী অসংখ্য মানুষের করুণ মৃত্যু দেখে, মানুষের বেঁচে থাকার জন্য আকুতি ও আহাজারি দেখে আমার মনে একটি ভাবনা জন্মেছিলো যে, হয়তো মহামারী পরবর্তী পৃথিবী একটি মানিবক পৃথিবী হবে। হয়তো জাতি, ধর্ম নির্বিশেষ মানুষে মানুষে মমত্ববোধের নতুন দ্বার উন্মোচিত হবে। বিভেদ বিভাজন ও বৈষম্য ভুলে "সবার উপর মানুষ সত্য" এই জয়গান গেয়ে পৃথিবী আবার এগিয়ে যাবে। কিন্তু মহামারি যখন চরমে, সমগ্র পৃথিবীব্যাপী অকাতরে মানুষ মরছে ঠিক তখনি গত বছর ১০ মে হঠাৎ করে আরোপিত যুদ্ধের দামামা বেজে উঠলো ফিলিস্তিনের উপর। নিরস্ত্র, নিরহ গাজাবাসির উপর বৃষ্টির মতো বো'মা বর্ষণ হতে লাগলো! পৃথিবী বরাবরের মতোই নির্বাক হয়ে চেয়ে চেয়ে দেখলো ফিলিস্তিনের অসহায় নারী-শিশু ও বঞ্চিত মানুষের মৃত্যু! আমার মতো যারা মহামারী পরবর্তী একটি মানিবক পৃথিবীর স্বপ্ন দেখেছিল, তারা হতাশ হলো। তারপর থেকে ধীরেধীরে বিশ্বের দিকে দিকে আরও নতুন নতুন যুদ্ধের দামামা বাজতে থাকলো! ফ্রান্সে মুসলমানদের উপর রাষ্ট্র কর্তৃক নিবর্তন, নির্যাতন। কাশ্মীরে নিরীহ মুসলমানদের উপর আগ্রাসন ও নির্যাতন এবং সবশেষ রা'শিয়া কর্তৃক ই'উক্রেন...