চীন সফর, গুয়াংঝু মিউজিয়াম
ছবিটি ২০১০ সালে চীনের গুয়াংঝু মিউজিয়াম এর সামনে তোলা।
আমি সুযোগ হলে মিউজিয়াম ঘুরে দেখি, কারণ আমি মনে করি মোটা মোটা চার-পাঁচটা বই পড়ে একটি দেশের প্রাচীন ঐতিহ্য ও সভ্যতা বিকাশের ইতিহাস যতটুকু না জানা যায় তার চেয়ে সহজে জানা যায় কয়েক ঘন্টা একটি মিউজিয়াম ঘুরে।
ছবিটি হঠাৎ গুগল ড্রাইভ ঘাটতে গিয়ে চোখে পড়লো।
ঘরবন্দী সময়ে স্মৃতি হাতড়িয়ে মন ভালো রাখার চেষ্টা!
Photo credit: Abby Huan
#ঘরে_থাকুন
#নিরাপদে_থাকুন
#নিরাপদে_রাখুন
Comments
Post a Comment