করোনা ভাইরাস ও ইমিউনিটি পাসপোর্ট!

পৃথিবীর এক দেশ থেকে আরেক দেশে যেতে পাসপোর্টের প্রয়োজন হয় এটা আমরা সবাই জানি। কিন্তু ইমিউনিটি পাসপোর্ট এর কথা হয়তো এর আগে আমরা কখনোই শুনিনি। তাহলে জেনে নেওয়া যাক ইমিউনিটি পাসপোর্ট কী? করোনা ভাইরাস নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে প্রতি মুহুর্তে চলছে উত্তরণের নানাবিধ জল্পনা কল্পনা। এরই ধারাবাহিকতায় এখন তুমুল আলোচনা ও পক্ষে-বিপক্ষে তর্ক-বিতর্ক সামনে চলে এসেছে ইমিউনিটি পাসপোর্ট বা রিস্ক ফ্রী সার্টিফিকেট নিয়ে। লন্ডন ভিত্তিক Onfido নামক ডিজিটাল আইডেনটিটি ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা 'হুসাইন কাসাই' বলেন আমরা এমন একটি বিষয় নিয়ে এগিয়ে যাচ্ছি যা রোগ প্রতিরোধ ক্ষমতার মাত্রা নির্ণয় করে স্ট্রং ইমিউন (গ্রীন) পার্টলি ইমিউন (অরেঞ্জ) এবং দূর্বল ইমিউন(লাল) চিন্হ দেখাবে। এটি প্রেগন্যান্সি পরীক্ষার মতোই যে কেউ ঘরে বসে নিজে নিজে করে ফেলতে পারবে। আর যারা রোগ প্রতিরোধে শক্তিশালী প্রমাণিত হবে অর্থাৎ যাদের পরিক্ষার ফলাফল গ্রীন দেখাবে তাদেরকে ইমিউনিটি পাসপোর্ট বা রিস্ক ফ্রী সার্টিফিকেট দেওয়া হবে। এটি হবে ডিজিটাল যা একটি মোবাইল এপে সংরক্ষণ করা হবে এবং ক...